পুলিশের কেস ডাইরিঃ ঔপনিবেশিক আইনের এক আশ্চর্য উদ্ভাবন
আমাদের উপমহাদেশীয় আইন ব্যবস্থায়, যা কিনা বৃটিশ উপনিবেশের অবদান, পুলিশ এবং তাঁর কেস ডাইরি এক বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। অপরাধের অনুসন্ধান, তদন্ত, এবং সাক্ষ্য প্রমাণসহ আদালতে তা উপস্থাপনের ক্ষেত্রে পুলিশ এবং তাঁর কেস ডাইরি বিশেষ ভূমিকা রাখে। এমন বললে অত্যুক্তি হবে না যে পুলিশের কেস ডাইরিতে অসামঞ্জস্য থাকলে তা মামলার মেরিট বা সত্তাকে প্রশ্নবিদ্ধ করে। কেস ডাইরিকে পুলিশি তদন্তের খুঁটি হিসেবে দেখানো হয়, পড়ানো হয়। কিন্তু এই কেস ডাইরি যে আসলে ঔপনিবেশিক মানসিকতার জ্বলজ্বলে নিদর্শন , তা কি যথেষ্ঠ আলোচিত হয়?