আত্মহত্যা, পরিবার, ও সভ্য দেশের আইন

বাংলাদেশের আইনে আত্মহত্যার চেষ্টা করা শাস্তিযোগ্য অপরাধ। বৃটিশ আমলের আই আইন বহাল তবিয়তে টিকে আছে, সেই সাথে আছে আমাদের “জাজমেন্টাল’ সামাজিক আচার ব্যবহার যা একজন আত্মহত্যাপ্রবণ মানুষকে আরও বিপন্ন করে তোলে, যার নেই কোন আইনি প্রতিকার। আইনের এই সামাজিক ঘাটতি নিয়ে এ লেখা।